Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত একটি পৌরসভা।

আয়তন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়তন  (১৮.৫ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০২২ সালের আদমশুমারি অনুসারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট জনসংখ্যা ২,৬৪,৩৪১ জন। 

অবস্থান ও সীমানা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যাংশে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে নাটাই দক্ষিণ ইউনিয়ন ও নাটাই উত্তর ইউনিয়ন, উত্তরে নাটাই উত্তর ইউনিয়ন ও সুহিলপুর ইউনিয়ন, পূর্বে সুহিলপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে মাছিহাতা ইউনিয়ন, দক্ষিণে রামরাইল ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে তিতাস নদী ও নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন অবস্থিত।

১৮৫৮ সালের ২ আগষ্ট বৃটিশ পালামেন্ট কর্তৃক ভারত উপমহাদেশে ‘‘সুশান আইন’’ প্রবর্তনের মাধ্যমে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শত বছরের শাসন ব্যবস্থার অবসানের পর উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতা বৃটিশের উপর ন্যাস্ত হলে ১৮৬০খ্রীঃ থেকে ১৮৬৮ খ্রীঃ পর্যন্ত বাংলায় মিউনিসিপ্যালটি প্রতিষ্ঠা শুরু হয়। সে সময় ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালটি। প্রতিষ্ঠাকালীন ১২ সদস্যের একটি বোর্ডের উপর এর পরিচালনার ভার ছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালটির পরিবতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নামকরণ করা হয়। ১৯৬৮ থেকে ১৯৭৩ এর ৬ মে পর্যন্ত পর্যায়ক্রমে মহকুমা প্রশাসকগণই পদাধিকার বলে চেয়ারম্যান এবং কমিশনারদের মধ্য থেকে ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অনেকেই দায়িত্বপালন করেছেন। ১৯৭৩ সালে ৬ মে প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে মরহুম মাহবুবুল হুদা এবং ভাইস চেয়ারম্যান মুসলিম মিয়া দায়িত্বভার গ্রহণ করেন। ২০০৮ সালে ১৪ মে তত্ত্বাবধায়ক সরকার এক আদেশ বলে চেয়াম্যানের পরিবর্তে পৌরসভায় মেয়র পদ সৃষ্টি করেন এবং বর্তমান মেয়র মোঃ হেলাল উদ্দিন হচ্ছে প্রথম নির্বাচিত মেয়র। তিনি ১৯৯৯ সালের নির্বাচনে এ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে ১২টি ওয়ার্ডে ১২ জন কাউন্সিলর এবং ৪ টি সংরক্ষিত আসনে ৪জন নির্বাচিত মহিলা কাউন্সিলর হিসেবে পৌরপরিষদের দায়িত্বপালন করেছেন। বর্তমান পৌর মেয়র মিসেস নায়ার কবির এই পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র। তিনি ২০১৬ সালের এপ্রিল ১৮ তারিখে প্রথম দায়িত্ব গ্রহণ করেন এবং দ্বিতীয় মেয়াদে ২০২১ সালের এপ্রিল মাসের ০৮ তারিখে দায়িত্ব গ্রহণ করে ১৮ আগস্ট ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন । বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ রুহুল আমীন দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালটি সাড়ে পাঁচ বর্গমাইল নিয়ে যাত্রা শুরু করে। তখন এর লোকসংখ্যা ছিল ১৯,৯১৫ জন। বর্তমানে এর আয়তন ১৮ বর্গকিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় ২ লক্ষ ৬৪ হাজার ৩ শত ৪১ জন।

প্রশাসনিক এলাকা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি 'ক' শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৫নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ এর অংশ। এ পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং আওতাধীন এলাকা
১নং ওয়ার্ড মধ্য মেড্ডা, পুলিশ লাইন, পশ্চিম মেড্ডা, শরীফপুর
২নং ওয়ার্ড পাইকপাড়া (অংশ), পূর্ব মেড্ডা (মেরুড়া অংশ)
৩নং ওয়ার্ড খৈয়াসার, পশ্চিম পাইকপাড়া, ফুলবাড়িয়া, শেরপুর, জেলখানা
৪নং ওয়ার্ড বাজার এলাকা, পূর্ব পাইকপাড়া
৫নং ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া, উত্তর মধ্যপাড়া
৬নং ওয়ার্ড ছয়ঘড়িয়া, দাড়িয়াপুর, দক্ষিণ পৈরতলা, উত্তর পৈরতলা
৭নং ওয়ার্ড আমিনপুর, চণ্ডালখিল, ছোট গোকর্ণ, গোকর্ণ, ছয়বাড়িয়া
৮নং ওয়ার্ড কাজীপাড়া
৯নং ওয়ার্ড দক্ষিণ মৌড়াইল, দাতিয়ারা, নয়নপুর, পুনিয়াউট, উত্তর মৌড়াইল (অংশ)
১০নং ওয়ার্ড কান্দিপাড়া, কাউতলি, উত্তর মৌড়াইল (অংশ)
১১নং ওয়ার্ড উত্তর ভাদুঘর, শিমরাইলকান্দি
১২নং ওয়ার্ড দক্ষিণ ভাদুঘর